চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

করোনার নমুনা সংগ্রহ করবে রোবট

করোনার নমুনা সংগ্রহ করবে রোবট

আন্তর্জাতিক ডেস্ক

৫ জুন, ২০২০ | ৫:৫৯ অপরাহ্ণ

করোনাভাইরাসের নমুনা সংগ্রহের জন্য একদল ড্যানিশ গবেষক পুরোপুরি স্বয়ংক্রিয় রোবট বানিয়েছেন। সাউদার্ন ইউনিভার্সিটি অফ ডেনমার্ক (এসডিইউ) ও লাইফলাইন রোবোটিকস-এর গবেষক দলটির প্রত্যাশা, শীঘ্রই তাদের প্রোটোটাইপ রোবটটি নমুনা সংগ্রহের কাজে লাগানো যাবে। গবেষণা দলটির ধারণা, এতে স্বাস্থ্যকর্মীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমবে। খবর রয়টার্সের।

এসডিইউ-এর রোবোটিকস বিভাগের অধ্যাপক থিউসিয়াস রাজিথ সাভারিমুথু জানান, কোনো রোগী যখন তার আইডি কার্ড দেখাবেন, তখন রোবটটি একটি নমুনা সংগ্রহের কিট প্রস্তুত করবে। কিটটি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য একটি কন্টেইনারে ভরে রাখবে।

এক ভিডিওতে দেখা গেছে, অধ্যাপক সাভারিমুথু নিজেকে নিয়েই রোবটটি পরীক্ষা করছেন। তিনি প্লাস্টিকের একটি ফ্রেইমে নিজের থুতনি রেখে মুখ খোলেন, এরপর একটি রোবোটিক বাহু তার গলায় কটনবাড ঢুকিয়ে ঘোরাতে থাকে। তারপর কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক রোবটটি গলার ভেতরে সঠিক অংশ থেকে নমুনা সংগ্রহের জন্য ক্যামেরা ব্যবহার করে। আর কাঠি দিয়ে যাতে খুব আলতোভাবে নমুনা সংগ্রহ করা হয় সেভাবেই রোবটটিকে প্রোগ্রাম করা বলে জানিয়েছেন এটির ডেভেলপাররা।

 

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট