চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মার্কিন পররাষ্ট্রের নজরদারি প্রধান বরখাস্ত

পূর্বকোণ ডেস্ক

১৬ মে, ২০২০ | ৫:১৯ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুট করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরদারি প্রধান ইন্সপেক্টর জেনারেল স্টিভ লিনিককে বরখাস্ত করেছেন। আজ শনিবার (১৬ মে) বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার রাতে নিশ্চিত করেছে যে ইন্সপেক্টর জেনারেল স্টিভ লিনিককে কোনো কারণ উল্লেখ ছাড়াই বরখাস্ত করা হয়েছে।ট্রাম্পের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ডেমোক্র্যাট দলীয় এক আইনপ্রণেতা অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট সম্ভাব্য প্রতিশোধমূলক বেআইনি কাজ করেছেন।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এলিয়ট অ্যাঞ্জেল এক বিবৃতিতে বলেন, তিনি জানতে পেরেছেন, পম্পেওর বিরুদ্ধে একটি তদন্ত শুরু করেছিলেন স্টিভ লিনিক। এ পরিস্থিতিতে তাঁকে বরখাস্ত করার বিষয়টি জোরালোভাবে ইঙ্গিত দেয়, এটা প্রতিশোধমূলক বেআইনি কাজ।

পূর্বকোণ/ আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট