চট্টগ্রাম শনিবার, ১১ মে, ২০২৪

করোনায় বিশ্বে মৃতের সংখ্যা আড়াই লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

৫ মে, ২০২০ | ১১:২৯ পূর্বাহ্ণ

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২ লাখ ৫২ হাজার। এছাড়া আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ছাড়িয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৩৯৩ জনের। দুই থেকে আড়াই লাখ পার হতে লেগেছে মাত্র ৮ দিন। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ লাখ ৪৫ হাজার ৩২০ জনে। ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লাখ ৯৪ হাজার ৯৪২ জন।

প্রাণহানি ও রোগী শনাক্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র সবার শীর্ষে রয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত প্রায় ১২ লাখ (১১ লাখ ৭৭ হাজার ৭৮৪ জন )। ছাড়িয়ে গেছে। এর মধ্যে মারা গেছেন ৬৮ হাজার ৪৪২ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে গেছে।

মৃত্যুর সংখ্যায় যুক্তরাষ্ট্রের পরেই রয়েছে ইউরোপের দেশ ইতালি। দেশটিতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ হাজার ৭৯ জন। আক্রান্ত হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৩৮ জন। 

করোনাভাইরাসের মৃত্যুর দিক দিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য। দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৮ হাজার ৭৩৪ জনের মৃত্যু হয়েছে। আর দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯০ হাজার ৫৮৪ জন। চতুর্থ অবস্থানে থাকা স্পেনে মৃত্যু সংখ্যা ২৫ হাজার ৪২৮ ও আক্রান্ত ২ লাখ ৪৮ হাজার ৩০১ জন। 

এছাড়া ইউরোপের দেশ ফ্রান্সে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৫ হাজার ২০১ জনের। আর আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৪৬২ জন। 

বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১০ হাজার ১৪৩ জন। তাদের মধ্যে ১৮২ জনের মৃত্যু হয়েছে। 

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৮শ ৮০ জন, মারা গেছেন ৪ হাজার ৬শ ৩৩ জন। দেশটিতে ৭৮ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।

বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন প্রায় ১২ লাখ রোগী। এখনও চিকিৎসাধীন ২১ লাখ ৯৬ হাজার। এদের মধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট