চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কাবা শরীফে পুনরায় তাওয়াফ চালু

কামাল পারভেজ অভি, সৌদি সংবাদদাতা

১ এপ্রিল, ২০২০ | ১১:১৭ পূর্বাহ্ণ

সৌদি আরবের পবিত্র মক্কায় কাবা শরীফের মাতাফের অংশটিকে আবারো তাওয়াফের জন্য খুলে দেয়া হয়েছে। তবে বিশ্বব্যাপী মরণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত সীমিত আকারে চালু থাকবে এ তাওয়াফ।

কাবার চারপাশে একটি সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছে যার মাধ্যমে তওয়াফ কারীদের কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। সৌদি সরকার করোনাভাইরাস প্রতিরোধে ২৩ শে মার্চ থেকে ২৩ দিনের জন্য আংশিক কারফিউ ঘোষণা করেছে। ইতিমধ্যে মক্কা ও মদিনার কিছু কিছু প্রদেশে ২৪ ঘন্টা কারফিউ ও জারি করেছে। এর আগে, সুরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে মক্কার মসজিদুল হারাম এবং মদিনা মসজিদে নববীর অভ্যন্তরীণ ও বহির্মুখী পুরো মসজিদে সাধারণ মানষের জমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ করেছিল।সৌদি কর্তৃপক্ষ এর আগে ভাইরাস প্রতিরোধের জন্য জীবাণুনাশক স্প্রে করার জন্য কাবা’র মাতাফ খালি করা হয়েছিল। যার কারণে তাওয়াফের কাজ সাময়িকভাবে বন্ধ ছিল।পরবর্তীতে মাতাফ খুলে দেয়া হয় এবং তওয়াফের অনুমতি দেয়া হয়েছে। তবে কাউকে কাবার কাছাকাছি যেতে দেয়া হবে না। বরং সুরক্ষা প্রাচীর দ্বারা কাবা বেষ্টিত থাকবে। এর আগে গত ১৭ মার্চ থেকে মসজিদুল হারাম ও মসজিদে নববী বাদে সৌদি আরবের সব মসজিদে নামাজ পড়া বন্ধ ঘোষণ করা হয়েছে।তবে এ দুই পবিত্র মসজিদের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে সৌদি সরকার। যে কারণে এ দুই পবিত্র মসজিদে স্বল্প পরিসরে নামাজের জামাত হচ্ছে।

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট