চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রথম কেউ আক্রান্ত হয়নি উহানে

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ, ২০২০ | ১২:৫৮ অপরাহ্ণ

গত তিন মাসে করোনাভাইরাসে নতুন করে কেউ আক্রান্ত হয়নি চীনের হুবেই প্রদেশে। অঞ্চলটির রাজধানী উহান থেকেই ডিসেম্বরের শেষের দিকে করোনা ছড়িয়ে পড়ে। বুধবার (১৮ মার্চ) উহানে সেই সঙ্গে পুরো হুবেইতে নতুন করে কেউ আক্রান্ত হয়নি বলে নিশ্চিত করে চীনা কর্তৃপক্ষ।

আগের দিন আক্রান্ত হয়েছেন মাত্র ১৩ জন, মারা গেছেন ১১ জন। মৃত ও আক্রান্তদের বেশির ভাগ চীনের বাসিন্দা হলেও এই মুহূর্তে সেখানে সংক্রমণ কমে এসেছে। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮১০ জনে। আক্রান্ত হয়েছেন ২ লাখ ১৮ হাজারেরও বেশি। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার মানুষ। আক্রান্তদের ৮০ হাজারই চীনের বাসিন্দা। মৃতদের মধ্যে ৩ হাজার ৩১০ জন  হুবেই প্রদেশের।

তবে করোনাভাইরাসের নতুন কেন্দ্র হয়ে উঠেছে ইউরোপ। ইতালি, ফ্রান্স, স্পেনে ভয়াবহ আকার ধারণ করেছে। তিন দেশ মিলে মারা গেছে ৪ হাজারের কাছাকাছি। যার মধ্যে ইতালিতে মৃত প্রায় ৩ হাজার। দেশগুলোতে আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ হাজার। ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে কভিড-১৯। যুক্তরাজ্যে ৭১, নেদারল্যান্ডসে ৫৮, সুইজারল্যান্ডে ৩৩, জার্মানিতে ২৮ জন মারা গেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা শতাধিক। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই ভাইরাসটির সংক্রমণ ঘটেছে। ইরানেও ভয়াবহভাবে আঘান হেনেছে করোনা। দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ১৩৫ জন। আক্রান্ত ১৭ হাজারের অধিক। ধারণা করা হচ্ছে, দেশটিতে অন্তত ১০ লাখের মৃত্যু হতে পারে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট