চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

মাহাথিরের পরিকল্পনা প্রত্যাখ্যান মালয়েশিয়ায় বাড়ছে অনিশ্চয়তা

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মালয়েশিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন দেশটির রাজা আল সুলতান আবদুল্লাহ রিয়াতুদ্দিন আল মুস্তফা। শুক্রবার এক ঘোষণায় তিনি জানিয়েছেন, পরবর্তী প্রধানমন্ত্রী নির্ধারণে আগামী সোমবার পার্লামেন্টের বিশেষ অধিবেশন বসবে না।
এদিকে মাহাথিরের নিজের দল বারসাতু চেয়ারম্যান মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। ফলে মালয়েশিয়ার পরবর্তী প্রধানমন্ত্রী কে হচ্ছেন তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।

গত ২৪ ফেব্রুয়ারি আকস্মিকভাবে পদত্যাগ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে প্রধানমন্ত্রী নিয়োগ ও মন্ত্রিসভা গঠনের আগ পর্যন্ত তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা জারি করেন দেশটির রাজা।

বৃহস্পতিবার মাহাথির এক ঘোষণায় জানান, যথেষ্ট সমর্থন পেলে আবারও প্রধানমন্ত্রী পদে ফিরতে রাজি আছেন তিনি। বৃহস্পতিবার মাহাথিরের ঘোষণায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তার জোটসঙ্গী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, রাজার সিদ্ধান্ত অমান্য করে পার্লামেন্টে ভোটাভুটি করা ঠিক হবে না। এর আগে জোটটির তরফে ইব্রাহিমকেই পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়। শুক্রবার পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আরিফ ইউসুফও মাহাথিরের সঙ্গে ভিন্নমত পোষণ করে বলেন, কেবল রাজ ডিক্রি অনুযায়ীই বিশেষ অধিবেশন ডাকার সুযোগ রয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট