চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ফিলিস্তিন ভূখ-ে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনের আবেদন আরব লীগের

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৬ পূর্বাহ্ণ

১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারির ইসরাইলি সেনাদের ওই হামলার ঘটনায় ৩০ জন মুসল্লি শহীদ হওয়াসহ আহত হয়েছিলেন আরও ১৫০ মুসল্লি।
ইন্টারন্যাশনাল ডেস্ক : আরব লীগ আবারও পশ্চিম তীরের আল-খালিল শহরসহ সমগ্র ফিলিস্তিন ভূখ-ে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আবেদন জানিয়েছে।
ফিলিস্তিনের সংবাদ সংস্থা মাআ জানিয়েছে আরব লীগের উপ-মহাসচিব সায়িদ আবু আলি, আল-খালিল বা হেবরন হত্যাকা-ের ২৫ তম বার্ষিকীতে দেওয়া বক্তব্যে ওই আবেদন জানান।
ফিলিস্তিনের বেসামরিক নাগরিকদের সমর্থনে এবং তাদের সম্পদ লুটপাট রোধে চতুর্থ জেনেভা কনভেনশন কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। কেন্দ্রিয় হেবরন শহরকে ইহুদি প্রধান করার লক্ষ্যে ইসরাইলিরা যেভাবে ওই শহরের ফিলিস্তিনি অধিবাসীদের বের করে দিচ্ছে তার তীব্র নিন্দা জানান আবু আলি।
পবিত্র ওই হারামে ইব্রাহিমি মসজিদে মুসল্লিদের নামাজ আদায়ে বাধা দেওয়াসহ তাদের ওপর ইসরাইলি সেনাদের গুলি বর্ষণ বন্ধেরও আহ্বান জানান তিনি। ১৯৯৪ সালের ২৫ ফেব্রুয়ারিতে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের সহায়তায় আল-খালিল শহরের হারামে ইব্রাহিমি মসজিদে ইহুদি অধিবাসীরা হামলা চালায়। ইসরাইলি সেনাদের ওই হামলার ঘটনায় ৩০ জন মুসল্লি শহীদ হন এবং আরও ১৫০ মুসল্লি আহত হয়েছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট