চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

ক্যামেরুনে বন্দুকধারীদের হামলায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৪৩ অপরাহ্ণ

ক্যামেরুনের উত্তর-পূর্বাঞ্চলীয় ইনসাম্বোর কয়েকটি সংখ্যালঘু গ্রামে হত্যাযজ্ঞ চালিয়ে বন্দুকধারীদের হামলায় ২২ জন নিহত হয়েছেন। হামলায় নিহতদের মধ্যে ১৪ জনই শিশু বলে জাতিসংঘ জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, নিহতদের অনেককেই জীবিত পুড়িয়ে হত্যা করা হয়েছে। খবর বিবিসি ও রয়টার্সের।

জাতিসংঘের মানবাধিকার সমন্বয় সংস্থা ‘ওচা’র স্থানীয় কর্মকর্তা জেমস নুনান রবিবার জানিয়েছেন, অস্ত্রধারীরা ক্যামেরুনের গোলযোগপূর্ণ উত্তর-পূর্বাঞ্চলের ইনসাম্বোর কয়েকটি গ্রামে হত্যাযজ্ঞ চালিয়ে ২২ জন বেসামরিক ব্যক্তি হত্যা করেছেন। নিহতদের মধ্যে একজন গর্ভবতী নারী এবং অনেক শিশু রয়েছে। নুনান বলেন, হামলায় ১৪ জন শিশু রয়েছে। তাদের মধ্যে ৯ জনের বয়স পাঁচ বছরের নিচে।

বিদ্রোহী গোষ্ঠীর শীর্ষ নেতা এবং আইনজীবী আকবর বালালা ফেসবুকে দেয়া এক বার্তায় বর্বরোচিত হত্যাকাণ্ডের জন্য ক্যামেরুনের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন। তবে সোমবার এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাবাহিনী ওই অভিযোগ অস্বীকার করেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট