চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইবিএম’র নতুন সিইও ভারতীয় অরবিন্দ কৃষ্ণ

২ ফেব্রুয়ারি, ২০২০ | ২:২১ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের আইটি জায়ান্ট আইবিএম’র (ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনের) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হলেন ভারতীয় বংশোদ্ভূত অরবিন্দ কৃষ্ণ। তিনি কোম্পানিটির দীর্ঘমেয়াদি সিইও ভার্জিনিয়া রামেট্টির স্থলাভিষিক্ত হচ্ছেন।
মাইক্রোসফট করপোরেশনের সিইও সত্য নাদেলা, গুগলের সিইও সুন্দর পিচাই ও এডোবির সিইও শান্তনু নারায়ণের পর বিশ্বের অন্যতম বড় তথ্যপ্রযুক্তি কোম্পানির শীর্ষ পদে বসলেন আরও একজন ভারতীয়- অরবিন্দ কৃষ্ণ। ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার অরবিন্দ কৃষ্ণ আইবিএমের সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন। আইবিএমের এ নতুন ঘোষণার পরই এ সংস্থার শেয়ারের দাম এক লাফে প্রায় ৫ শতাংশ বেড়ে গেছে। বর্তমানে আইবিএমের ক্লাউড অ্যান্ড কগনিটিভ সফটওয়্যার ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন অরবিন্দ।
২০১৯ সালে রেড হ্যাট সংস্থা কেনার বিষয়ে আইবিএমের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অরবিন্দ। ধারণা করা হচ্ছে, যোগ্যতার সঙ্গে এ কারণেই তিনি সিইও হিসেবে দায়িত্ব পাচ্ছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট