চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

জলবায়ু পরিবর্তন : প্রয়োজন সচেতনতা

১৫ ডিসেম্বর, ২০১৯ | ৩:৪২ পূর্বাহ্ণ

টাকার বিনিময়ে অক্সিজেন নেয়ার জন্য রেডি থাকুন! আমরা পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলছি প্রতিনিয়ত! বিলাসিতা কিংবা বাসস্থান, খাদ্য উৎপাদনের জন্য কেটে সাফ করছি গাছপালা, ধ্বংস করছি বনভূমি! বাঁচার জন্য প্রয়োজন মোট ভূভাগের ২৫ শতাংশ বনভূমি, অথচ আমরা এর দুই তৃতীয়াংশই উজাড় করে দিয়েছি! যার ফলশ্রুতিতে দেখা দিচ্ছে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা সহ নানা প্রাকৃতিক দুর্যোগ! ক্ষতিগ্রস্থ হচ্ছে মানব জীবন, বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী ও প্রাকৃতিক পরিবেশ!

অতিরিক্ত কার্বন নির্গমনের ফলে বেড়ে যাচ্ছে বৈশ্বিক উষ্ণতা, যার ফলে মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে বাড়ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা! হুমকির মুখে দাড়িয়ে আছে পৃথিবীর নিম্নাঞ্চল, তলিয়ে যাবে অথৈ সাগরে! এক প্রতিবেদনে দেখলাম ১ লাখ কোটি গাছ লাগালেই ফিরে আসবে আগের সেই বাতাস/জলবায়ু! কমপক্ষে এক লাখ কোটি গাছ লাগালে বাতাসে কমবে বিষ। আমাদের বায়ুম-ল হয়ে উঠবে ১০০ বছর আগের মতো। সুইজারল্যান্ডের জুরিখে সুইস ফেডারাল ইনস্টিটিউট অফ টেকনোলজির (ইটিএইচ জুরিখ) হালের একটি গবেষণা এ তথ্য জানিয়েছে। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘সায়েন্স’-এ। এখনই সময়-বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই!

সজল দত্ত
চট্টগ্রাম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট