চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

অ্যামাজন বিপন্নের প্রতিবাদে মৌন মিছিল ১/২৪ সোশ্যাল মুভমেন্ট’র

অনলাইন ডেস্ক

৩১ আগস্ট, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

পৃথিবীর ফুসফুসখ্যাত অ্যামাজনের ভয়াবহ অগ্নিকাণ্ড ও বন উজাড় এবং উন্নত বিশ্ব কর্তৃক জলবায়ু বিপন্নের প্রতিবাদে শুক্রবার (৩০ আগস্ট) চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও প্রতিবাদী মৌন মিছিল কর্মসূচি পালন করে পরিবেশবাদী সংগঠন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক রঞ্জিত কুমার চৌধুরী ।

প্রধান আলোচকের বক্তব্যে প্রফেসর রঞ্জিত কুমার চৌধুরী বলেন, “অ্যামাজন ট্রাজেডিতে বিশ্ব দায় এড়িয়ে যেতে পারে না। উন্নত বিশ্বগুলোর শিল্পোন্নয়নের ফলে মারাত্মক ক্ষতির সম্মুখিন হচ্ছে বৈশ্বিক জলবায়ু। অ্যামাজন আমাদের প্রয়োজনের ২০% অক্সিজেন সরবরাহের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ সেই অ্যামাজনও হুমকির সম্মুখীন। এ সময় তিনি দ্রুত অ্যামাজনের অগ্নি নির্বাপনে যথাযথ ব্যাবস্থা নেয়ার জন্য বিশ্ব নেতৃবৃন্দের কাছে আহ্বান করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর শাহাব উদ্দিন বলেন, “দক্ষিণ আমেরিকার প্রায় ৫৫ লক্ষ বর্গ কি. মি. জুড়ে বিস্তৃত অ্যামাজন বন। প্রায় ৯টি দেশ জুড়ে অ্যামাজনের বিস্তৃতি। অ্যামাজন বনের প্রায় ৬০% পড়েছে ব্রাজিলের ভাগে , ১৩% মত পেরুতে এবং বাকি অংশ রয়েছে কলোম্বিয়া, ভেনেজুয়েলা , ইকুয়েডর , বলিভিয়া, গায়ানা, সুরিনাম এবং ফরাসি গায়ানা জুড়ে। অ্যামাজন পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্যময় অঞ্চল। এই বিশাল অরণ্য প্রায় ২.৫ মিলিয়ন কীটপতঙ্গ,  ১৬ হাজার প্রজাতির গাছ, ২ হাজারের মত পাখি আর স্তন্যপায়ী নিজের মধ্যে ধারণ করে আছে। এছাড়াও ৪০ হাজার প্রজাতির গুল্ম জাতীয় উদ্ভিদ, ৩৭০০ প্রজাতির বিভিন্ন মাছের বিচরণ এখানে। এতো বিশাল একটি ইকোসিস্টেম আজ হুমকির মুখে। শুধু অ্যামাজনই হুমকির মুখে নয়,পুরো পৃথিবীর সমস্ত প্রাণীই আজ হুমকির মুখে।”

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবী এডভোকেট জাহাঙ্গীর আলম, ১/২৪ সোশ্যাল মুভমেন্ট এর কো-অর্ডিনেটর রুবেল দাশ, রুমানা রিফাত রিমকী, নাতাশা ইসলাম, সাগর চৌধুরি, সাইদ ইসলাম, আশরাফুল সানি, আনছার উদ্দিন, শওকত উল্ল্যাহ, আরিশা শারমিন, শাহরিয়ার,মাইনুল সাকিব, আল-মামুন প্রমুখ।

 

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট