চট্টগ্রাম সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

পথশিশুদের শিক্ষা উপকরণ দিল সোশ্যাল মুভমেন্ট

অনলাইন ডেস্ক

৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রাম শহরে বসবাসকারী পথশিশুদের স্কুল ‘আশার আলো বিদ্যাপীঠ’ ও ‘হোপ ফাউন্ডেশন স্কুল’র ৭০ জন ছাত্র-ছাত্রীর মাঝে শুক্রবার শিক্ষা উপকরণ বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ১/২৪ সোশ্যাল মুভমেন্ট।

শিক্ষা উপকরণ বিতরণকালে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মাদ শাহাব উদ্দিন বলেন, সরকার বিনামূল্যে বই বিতরণ করে শিশুদের ঝরে পড়ার হার কমিয়েছে। এখন আমাদের দায়িত্ব হল গরীব ও মেধাবী শিক্ষার্থীদের  পাশে দাড়িয়ে প্রাথমিকে ঝরে পড়ার হার বন্ধ করার মাধ্যমে শিক্ষিতের হার ১০০ শতাংশে উন্নীত করা।

চলতি ফেব্রুয়ারি মাসেই হালিশহর ও ইপিজেড এলাকায় গরীব মেধাবী শিশুদের কাছে শিক্ষা উপকরণ বিতরণ করার উদ্যোগ নেয়া হবে বলে জানান সংগঠনের সভাপতি শাহাব উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্যে বিশিষ্ট ব্যবসায়ী ও সংগঠনের সহ-সভাপতি জামাল উদ্দিন বলেন, ২১ ফেব্রুয়ারী ভাষা শহীদদের উৎসর্গ করে সন্দ্বীপের প্রত্যন্ত অঞ্চলে সংগঠনের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ফয়সাল আনোয়ার, সাধারণ সম্পাদক রুবেল দাশ, তাশরীফ হোসেন, হাশেম মাওলা, রমজান আলী, ইকরা আক্তার প্রমুখ।- বিজ্ঞপ্তি

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট