
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) রাতের অন্ধকারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুটি ব্যানার টানানোর ঘটনা ঘটেছে।
রবিবার (২ নভেম্বর) ভোর চারটা থেকে পাঁচটার মধ্যে এ ঘটনা ঘটে। তবে সকাল হওয়ার আগেই শিক্ষার্থীরা ব্যানারগুলো খুলে ফেলেন।
জানা গেছে, দুটি ব্যানারের একটি সাঁটানো হয় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনের উত্তর পাশে, অন্যটি ছাত্রদের আলাওল হলের প্রধান ফটকে। দুটি ব্যানারেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল। ব্যানারের নিচে ‘প্রচারে–চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ’ উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যানারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা করছি।’
পূ্র্বকোণ/পারভেজ