জুমার নামাজ শেষ করে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের কর্মী ইসতিয়াক হোসেন সিফাতের (২১) ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ শুক্রবার (১১ এপ্রিল) উপজেলার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারী মুহাম্মদ ইমরানকে (২৬) স্থানীয় ব্যক্তিরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। তার বাড়ি একই ইউনিয়নের আচার্য্য পাড়ায়।
পুলিশ জানিয়েছে, আটক ইমরান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের স্থানীয় নোয়াপাড়া ইউনিয়ন শাখার কর্মী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে থানায়।
হামলার শিকার বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মী ইশতিয়াক হোসেন বলেন, আমি আজ শুক্রবার জুমার নামাজ পড়ে বাড়ি ফিরছিলাম। এ সময় হঠাৎ ছাত্রলীগের কর্মী ইমরান আমাকে পেছন থেকে হামলা করে। এ দৃশ্য দেখে স্থানীয় লোকজন তাকে আটক করেন। তার সঙ্গে আমার শত্রুতা নেই, রাজনৈতিক কারণে সে আমার ওপর ক্ষেপে থাকতে পারে।
এদিকে ইসতিয়াক হোসেনের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিবৃতি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাউজানের নেতারা। তারা বলেন, আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা সুযোগ পেলে এখনো ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর হামলা করছেন। তাদের আইনের আওতায় আনতে রাউজান থানা পুলিশকে আহ্বান জানান।
এ প্রসঙ্গে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ওই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ডাকাতি প্রস্তুতির মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক কর্মীর ওপর হামলার অভিযোগে আজ বিকাল ৩টার দিকে ওই ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ