চট্টগ্রাম মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫

সর্বশেষ:

তামাক চাষ, ব্যবসা ও পরিবেশগত ক্ষতি

বুদ্ধজ্যোতি চাকমা

১১ ফেব্রুয়ারি, ২০২৫ | ১২:২৭ অপরাহ্ণ

তামাক উৎপাদন ও তামাক-শিল্পজাত পণ্যের বহুমাত্রিক পরিবেশগত ক্ষতির কথা সবাই বলে থাকেন। এমনকি অন্যান্য ফসলের সঙ্গে তুলনামূলক হিসাবে আর্থিকভাবেও লাভবান না হওয়ার বয়ান তুলে ধরা হয়। কিন্তু এসব বয়ানে তামাক চাষ ও তামাকজাত পণ্যে ব্যবসা বন্ধতো হয়ইনি, বরং ক্রমবর্ধমান না হলেও খুব বেশি ক্রমহ্রাসমানও নয়। অন্তত পার্বত্য চট্টগ্রামে (রাঙামাটি, বান্দবান ও খাগড়াছড়ি), বিশেষ করে বান্দরবানের টানা কয়েক বছরের তামাক চাষের সরকারি হিসাব তার বাস্তব অবস্থার প্রমাণ মেলে।

 

যেখানে দেখা যায়, তামাক চাষ ক্রমশ বেড়েছে। ২০১২-১৩ অর্থ বছরে ছিল ২,৯৭২ হেক্টর এবং তা বাড়তে বাড়তে ২০১৬-১৭ অর্থ বছরে ৫,১৯৩ হেক্টরে এসে দাঁড়িয়েছে। বেসরকারি হিসেবে আরও কয়েকগুণ বেশি।

 

যেমন বান্দরবানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলার সাত উপজেলায় চাষযোগ্য (এক ও দুই ফসলি) জমি মোট ৪৪৪০৮ হেক্টর। আবাদের আওতায় এসেছে সর্বশেষ প্রাপ্ত ২০১৬-১৭ অর্থ বছরের হিসাবে ১৩,৬৬৮ হেক্টর। তাহলে ৩০,৭৪০ হেক্টর জমি কি পতিত ছিল? মোটেই না। ওই সমস্ত জমির অধিকাংশেই মূলত তামাক চাষই হয়েছে। বর্তমানে তামাক চাষ ক্রমহ্রাসমান কৃষি সম্প্রসারণ বিভাগ দাবি করে। তবে সাম্প্রতিক সময়ের কোনো তথ্য-উপাত্ত না পাওয়ায় কতটুক হ্রাস-বৃদ্ধি তা নিশ্চিত করে বলা কঠিন। বিষয়টি নিয়ে একটু গভীরে গেলে দেখা যায়, তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন ও ব্যবসায় পরিবেশগত বহুমাত্রিক ক্ষতির পাশাপাশি লাভালাভের বহুমাত্রিকতাও রয়েছে।

 

লাভালাভের হিসাবটা তামাকের তামাক-শিল্পের সঙ্গে সংশ্লিষ্টদের, সরাসরি তামাক বিরোধী এক্টিভিস্ট ও সরকারি রাজস্ব বিভাগের। আর পরিবেশগত ক্ষয়ক্ষতির দায়টা সর্বজনীনভাবে সবার। যেমন ধরা যাক, কৃষি অর্থনীতি জ্ঞানে সম্যক ধারণাসম্পন্ন চাষি লাভের অঙ্ক কষেই তামাক চাষ করেন। তামাক কোম্পানি শিল্পের লাভে তামাক চাষিদের পৃষ্ঠপোষকতা করে। আবার তামাক-বিরোধী বেসরকারি সংস্থা, এক্টিভিস্টদের প্রচারাভিযানের তহবিলে কমবেশি লাভের হিসাব আছে।

 

সরকার প্রতিবছর তামাকজাত পণ্য উৎপাদন ও বাণিজ্য নিযন্ত্রণের নামে রাজস্ব বৃদ্ধির মাধ্যমে কোষাগারের আকার বাড়িয়ে নেয়। অর্থাৎ তামাকের পক্ষে কথা বলা যেমন লাভের, তেমনি বিরোধিতা করাও আর্থিক সম্পর্কযুক্ত এবং নিয়ন্ত্রণেও সরকারি কোষাগার বৃদ্ধির ধারণাপ্রসূত। ফলশ্রুতিতে তামাক চাষ, তামাক-শিল্প পণ্য উৎপাদন ও ব্যবসা কমছে না। এতে ভোক্তাদের পকেট ও বহুমাত্রিকভাবে পরিবেশের ক্ষতির মাত্রা বাড়ছে। এখানে শুধু পরিবেশগত ক্ষতির কিছু দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট