চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কাট্টলী জাকেরুল উলুম মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞপ্তি

১৫ জানুয়ারি, ২০২৫ | ১১:২৭ অপরাহ্ণ

চট্টগ্রামের কাট্টলী জাকেরুল উলুম ফাজিল (সিনিয়র মাদ্রাসা) মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) কাট্টলী টেক্সটাইলের এমডি ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য এমদাদুল হক চৌধুরীর (এমদাদ) ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন লাকি গ্রুপের ডিএমডি মোহাম্মদ আনোয়ারুল হক চৌধুরী (ইশাদ), মাদ্রাসার (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ শাহ আলম, সহকারী অধ্যাপক মুফতি আবু হানিফা মো. নোমান, সহকারী অধ্যাপক মো. নুরুল আহাদ, নূর মোহাম্মদ, প্রভাষক মো. শফিউল আলম, ওবায়দুল হাকিম মারুফ, সিনিয়র শিক্ষক মাস্টার জামাল উদ্দিন, হেফজ বিভাগের পরিচালক হাফেজ জাফর আহমদ, মো. আব্দুল কাদের প্রমুখ।

পরে শিল্পপতি এমদাদুল হক চৌধুরী তার পিতা আলহাজ্ব মো. আনোয়ার চৌধুরীর প্রতিষ্ঠিত কাট্টলী জাকেরুল উলুম ফাজিল মাদ্রাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, মসজিদ-মাদ্রাসা ও এতিমখানা আমাদের ধর্মীয় ও সামাজিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমি সবসময় এসব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা করে আসছি। আশা করি- এই সহায়তা মসজিদ ও মাদ্রাসাগুলোর উন্নয়নে অবদান রাখবে। এতে শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট