কক্সবাজারের পেকুয়ায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১ হাজার ইয়াবা পাচারের সময় একজনকে আটক করা হয়েছে।
এসব ইয়াবা চকলেটের মোড়কে মোড়ানো ছিল বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৫টায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার (পেকুয়া বাজার) থেকে তাকে আটক করা হয়।
আটক হারুনুর রশিদ (৪৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বরগুনা এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দুর্জয় বিশ্বাস বলেন, পেকুয়া বাজারের সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবা পাচারের খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এ সময় চকলেটের মোড়কে অভিনব কায়দায় মোড়ানো ১ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একইসাথে পাচারে জড়িত একজনকে আটক করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/এমরান/জেইউ/এএইচ