সেন্টমার্টিনে আগুনের ঘটনায় পুড়ে গেছে দ্বীপের গলাচিপা এলাকার বিচ ভ্যালি এবং কিংশুক ইকো রিসোর্ট।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে সাইরী ইকো রিসোর্টের অভ্যর্থনা কক্ষে শর্ট সার্কিট থেকে আগুণের সূত্রপাত হয়।
স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ী আব্দুল মালেক জানান, অভ্যর্থনা কক্ষের ঠিক পেছনে বিচ ভ্যালি রিসোর্ট। বাতাস থাকার কারণে মিনিটের মধ্যে বিচ ভ্যালির ছাউনিতে আগুন ছড়িয়ে পড়ে। কাঠ আর বাঁশ দিয়ে তৈরি বিচ ভ্যালি ইকো রিসোর্টে আগুণ লাগার সাথে সাথে তা পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিচ ভ্যালিসহ পাশের কিংশুক ইকো রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, দ্বীপের স্থানীয়, আগত পর্যটক ও যৌথবাহিনীর সদস্যরা মিলে আড়াই ঘন্টার চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনে ।
পূর্বকোণ/কাশেম/ইব/পারভেজ