চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শুক্লাম্বর দিঘির মেলায় পুণ্যার্থীর ঢল

নিজস্ব প্রতিনিধি, চন্দনাইশ

১৫ জানুয়ারি, ২০২৫ | ১২:২৯ অপরাহ্ণ

শুক্লাম্বর দিঘির মেলায় মনোবাসনা পূরণ করতে এসেছেন পুণ্যার্থীরা। গতকাল পৌষ সংক্রান্তি শেষে মাঘ মাসের প্রথম দিন বসে এ মেলা। উপজেলার বরমা বাইনজুরী গ্রামে ঐতিহ্যবাহী শুক্লাম্বর দিঘি সনাতন ধর্মাবলম্বীদের দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। এ দিঘিতে মানত করলে মনোবাসনা পূরণ হয় বলে তাদের ধারণা।

 

প্রতিবছর ১ মাঘ এ দিঘিকে কেন্দ্র করে বসে মেলা। এতে বিভিন্ন এলাকাসহ ভারত, নেপাল, ভুটান থেকে আসে সনাতনী সম্প্রদায়ের মানুষ। স্থানীয়ভাবে জানা যায়, ২ শতাধিক বছর আগে শুক্লাম্বর ভট্টাচার্যের নামে এ মেলা চালু করেছিলেন প্রয়াত নিত্যানন্দ বৈলয়। শুক্লাম্বর দিঘিকে কেন্দ্র করে পৌষ সংক্রান্তিতে এ মেলা দিঘির পাড়ে প্রতিবছর হয়। মেলা ছাড়াও বছরের প্রতিদিন কেউ না কেউ এ পীঠমন্দিরে তাদের মানত নিয়ে আসে।

 

স্থানীয়দের মতে, শুক্লাম্বর ভট্টাচার্য এ দিঘির পাড়ে বসে ধ্যানে মগ্ন থাকতেন। দীর্ঘদিন ধ্যান মগ্ন থাকার পর ২ শতাধিক বছর আগে তিনি ইহজগত ত্যাগ করলে তাকে এ দিঘির পাড়ে সমাহিত করা হয়। তার সমাহিত স্থানে একটি অশ্বথ বৃক্ষ বিশাল জায়গা জুড়ে স্মৃতি হিসেবে দাঁড়িয়ে আছে। পূজারিরা এ অশ্বথ বৃক্ষের ডালে সুতা বাঁধে মনোবাসনা পূরণের আশায়।

 

মন্দিরের জন্য মানত করা শত শত ছাগল বলী দেওয়া হয়। ছাড়া হয় শত শত কবুতর। বিভিন্ন পূজনীয় দান মন্দিরে উৎসর্গ করেন মেলায় আসা পূজারিরা। তাছাড়া দিঘিতে মেলার দিনসহ বিভিন্ন সময়ে গাভীর দুধ ঢেলে দেয়, স্নান করে তাদের মনোবাসনা পূরণের জন্য। দিঘির দক্ষিণ পাড়ে শিবমন্দির রয়েছে। যেখানে হিন্দু সম্প্রদায়ের মহিলারা তাদের সন্তানদের জন্য মানত করে পূজা দেয়, তাদের সে মনোবাসনা পূরণ হয় বলেও তাদের বিশ্বাস।

 

এছাড়া সারাবছর বিভিন্ন মানত নিয়ে পুণ্যের লক্ষ্যে দিঘিতে দুধ, ছাগল, কবুতর, ফল-ফলাদি উৎসর্গ করে থাকেন সনাতন ধর্মের অনুসারীরা। তাদের মতে দিঘির পানিতে উৎসর্গকৃত দুধ পানির সঙ্গে না মিশে তলদেশে চলে যায়। তাছাড়া এক সময় ছেলে-মেয়ের বিয়ের জন্য আবেদন জানালে বিয়ের সকল সরঞ্জাম দিঘিতে ভেসে ওঠার অনেক কাহিনীও প্রচলিত রয়েছে। এ রকম নানা উপাখ্যান আছে দিঘি ঘিরে।

 

তাদের বিশ্বাস এখানে দুধ, ছাগল, কবুতর এমনকি স্বর্ণের অলংকার উৎসর্গ করলে মনের সব বাসনা পূর্ণ হবে। তাই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ মনের বাসনা পূরণের লক্ষ্যে মিলিত হয় শুক্লাম্বর দিঘিতে পৌষ সংক্রান্তির এ মিলন মেলায়।

 

পূর্বকোণ/ইব

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট