চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

বান্দরবান প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০২৫ | ৩:২৫ অপরাহ্ণ

বান্দরবানে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার সকালে বান্দরবানের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অরুণ পাল এই রায় দেয়। দণ্ডপ্রাপ্ত আসামীর নাম মোঃ হায়দার আলী (৩২)। সে রাঙামাটির চন্দ্রঘোনা উপজেলার রাইখালী ইউনিয়নের থন্তাকাটা পাড়ার লতিফুর রহমানের ছেলে। বিচারক একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায় আরও দুমাস কারাদণ্ডের রায় দিয়েছেন। আদালত সূত্রে জানা যায় ২০২১ সালের ৮ই আগস্ট আসামি কাজল হোসেন তার স্ত্রী রেজিয়া বেগম রুপাকে (২০) বান্দরবানের কুহালং ইউনিয়নের গলাচিপা এলাকায় নিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। এর আগে ৭ই আগস্ট তার স্ত্রী বাঙ্গালহালিয়ায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গেলে সেখান থেকে তার স্বামীর সাথে বের হয়। পরে রেজিয়া বেগমকে খুঁজে পাওয়া যায়নি। স্থানীয়রা খোঁজাখুঁজির পর বান্দরবানের গলাচিপা এলাকায় জঙ্গলের মধ্যে লাশ দেখতে পেয়ে পরিবারের লোকজনদেরকে খবর দেয়। রেজিয়া বেগমের পিতা মোঃ নুরুল ইসলাম বাদী হইয়ে বান্দরবান সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। রাষ্ট্রপক্ষের কৌশলী এডভোকেট আলমগীর চৌধুরী জানিয়েছেন মামলার ৩২ জন সাক্ষীর মধ্যে ২৮ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। এছাড়া আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি মধ্যে দিয়েছে। দীর্ঘ শুনানির পর অবশেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন।

পূর্বকোণ/মিনার/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট