কক্সবাজারে অভিযান চালিয়ে ১১ বোতল বিদেশি মদসহ আবিদুল ইসলাম মিশাল নামে একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৫।
আজ সোমবার (১৩ জানুয়ারি) পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবিদুল ইসলাম মিশাল কক্সবাজার পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবু ছবুরের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, চলমান পর্যটন মৌসুমে কক্সবাজারে মাদকের চাহিদা বেড়ে যাওয়ায় মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-১৫ গোয়েন্দা দল গত শুক্রবার রাতে কক্সবাজার পৌরসভার পশ্চিম বাহারছড়া এলাকায় অভিযান চালায়। এই অভিযানে আবিদুল ইসলাম মিশালের কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবিদুল ইসলাম মিশাল জানিয়েছে, সে এই মদ বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে চড়া দামে পর্যটকদের কাছে বিক্রি করত।
র্যাব -১৫ এর কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম নেওয়ার জন্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
পূর্বকোণ/এরফান/জেইউ/পারভেজ