চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

ফটিকছড়ির হারুয়ালছড়িতে মায়ের আঘাতে মেয়ের মৃত্যু 

নাজিরহাট সংবাদদাতা

১২ জানুয়ারি, ২০২৫ | ১০:৫৮ অপরাহ্ণ

ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়িতে আনিকা আক্তার (২৫) নামের ২ সন্তানের এক জননীর লাশ উদ্ধার করেছে ভূজপুর থানা পুলিশ। আজ রবিবার বিকাল ৫টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
নিহত আনিকা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড়ের বাংলা বাজার এলকার প্রবাসী মুহাম্মদ নাজিমের মেয়ে।
ভূজপুর থানার ওসি মাহাবুবুল আলম জানান, নিহত আনিকা আক্তার একজন মানসিক রোগী। সকালে মায়ের সাথে ঝগড়া করে মাকে সে মারধর করে। পরে, মা’ও তাকে ধারালো বস্তু দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই আনিকা আক্তারের মৃত্যু হয়। থানায় এই নিয়ে মামলা পক্রিয়াধীন বলে জানান তিনি। 
পূর্বকোণ/মুন্না/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট