রাউজান পৌরসভার ৮ নং ওয়ার্ডের মুন্সি সুনিল শীল সড়ক দখলে নিয়ে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ জানুয়ারি) এলাকার লোকজন জড়ো হয়ে প্রতিবাদ করলে দু’পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দখল হওয়া সড়ক পরিদর্শনকালে দেখা গেছে, চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ডাক্তারখানা এলাকার উত্তর দিকে ১২ ফুট প্রসস্থ ‘মুন্সি সুনিল শীল সড়কের ১০ ফুট প্রসস্থ ও ১৫ ফুট দৈর্ঘ্য সড়কের অংশ দখল নিয়ে পাকা দেওয়াল নির্মাণ করছেন ‘বারাকা এগ্রো’ নামের পোল্ট্রি ফার্মের মালিক মোহাম্মদ মিয়া চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, অর্ধ লাখ মানুষের যাতায়তের একমাত্র পথ মুন্সি সুনিল সড়ক। পোল্ট্রি ফার্মের গেইটের সামনের অংশে সীমানা দেওয়াল নির্মাণ করলে সড়কের জায়গা ২ ফুটে পরিণত হবে। অপরদিকে পোল্ট্রি ফার্মের পাকা সীমানা গত এক যুগ আগে প্রাচীর নির্মাণের মাধ্যমে নির্ধারিত হয়। সেই সীমানার পাশে নতুন করে ১০ ফুট সড়ক দখল করে স্থাপনা নির্মাণ করছে পোল্ট্রি ফার্ম মালিক। এ নিয়ে স্থানীয় নারী-পুরুষ সড়কটিতে অবস্থান নিয়ে জোরালো প্রতিবাদ শুরু করেন।
স্থানীয় ডা. লিটন শর্মা বলেন, ‘পূর্ব পুরুষের চলাচলের একমাত্র সড়ক দিয়ে আমাদের যাতায়ত। সড়কটি দখল হয়ে গেলে যান চলাচল ও এলাকার মানুষ চলাচলে চরম ভোগান্তিতে পরবে। অবৈধভাবে জোরপূর্বক সীমানা দেওয়াল নির্মাণে আমরা বাধা দিলেও তিনি কাজ বন্ধ করছে না।’ এ ব্যাপরে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীকে লিখিতভাবে অভিযোগ দেয়া হবে।’
সড়ক দখল প্রসঙ্গে জানতে চাইলে পোল্ট্রি ফার্মের মালিক মোহাম্মদ মিয়া বলেন, ‘আমার জায়গায় আমি গাড়ি রাখার জন্য গ্যারেজ করছি। লোকজনের চলাচলের কোন অসুবিধা হবে না।’
রাউজান পৌরসভার কাউন্সিলর এডভোকেট দীলিপ কুমার চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মুন্সি সুনিল শীল সড়কটি উন্নয়নে রাউজান পৌরসভার প্রকল্প তালিকায় রয়েছে। এর আগে সড়কের মেরামত করতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস অর্থ বরাদ্দ প্রদান করেছে। কেউ এ সড়কের অংশ দখল করে স্থাপনা নির্মাণ করা অত্যান্ত দুঃখজনক।’
পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ