সীতাকুণ্ডে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী জাল, চরঘেরা জাল, কারেন্ট জাল, বেড় জাল, খুটিঁ জাল এবং অন্যান্য নিষিদ্ধ জাল অপসারণে ‘বিশেষ কম্বিং অপারেশ’ শুরু হয়েছে। রবিবার এ অপারেশনের প্রথম দিনে উপজেলা মৎস্য দপ্তর, সীতাকুণ্ড, কোস্ট গার্ড,কুমিরা ও কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ি যৌথ অভিযান চালায়। সন্দ্বীপ চ্যানেল সংলগ্ন কুমিরা থেকে সোনাইছড়ি পর্যন্ত অভিযান পরিচালনা করে ৫ টি চরঘেরা জাল ও ২ টি নেট জাল জব্দ করা হয়।
জব্দকৃত জাল কুমিরা ঘাটে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. শওকত আকবর, কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হালিম, উপজেলা মৎস্য দপ্তরের এনুমেরেটর রাসেল চন্দ্র দাস।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী মৎস্য সম্পদ রক্ষায় এ বিশেষ কম্বিং অপারেশন শুরু হয়েছে। এ অভিযান চলবে।
পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ