ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে র্যাব-৭ চট্টগ্রাম অভিযান চালিয়ে গাজা ও ফেনসিডিল পাচারকালে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শনিবার রাত ৩টার সময় উপজেলার ছলিমপুর ফকিরহাট এলাকায় অভিযান চালিয়ে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় জব্দ করা হয়েছে মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারও।
গ্রেপ্তারকৃতরা হলেন, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার জিনিতকরা গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মোহাম্মদ ইউসুফ (৩২) ও চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ ছলিমপুর গ্রামের মৃত হামিদুর রহমানের ছেলে মো. মুছা (৩৮)।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কতিপয় মাদক ব্যবসায়ী একটি প্রাইভেট কার যোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে কুমিল্লা হতে চট্টগ্রামের দিকে নিয়ে আসছে মর্মে গোপন সূত্রে জানতে পেরে র্যাব-৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফকিরহাটস্থ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় র্যাবের চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে গাড়িটি চেকপোস্টের সামনে দাঁড়ায়। কিন্তু কৌশলে একজন ব্যক্তি গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাবের টিম তাকেসহ মাদক পাচারে জড়িত দুই জনকে গ্রেপ্তার করে। পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে প্রাইভেট কারের পিছনে বিশেষ কৌশলে রক্ষিত ৩টি প্লাষ্টিকের বস্তা হতে ২২৪ বোতল ফেনসিডিল ও ১৫ কেজি গাঁজা উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কার জব্দসহ আসামিদের গ্রেপ্তার করা হয়।
পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ