রাউজানের সিএনজি চালিত অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে দুই সংগঠন মুখোমুখি হওয়ার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শনিবার (১১ জানুয়ারি) চট্টগ্রাম-রাঙামাটি সড়কের জলিল নগর সিএনজি স্টেশনে এই নিয়ে চাঁদা আদায়কারীদের সাথে চালকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।
রাউজান-রাঙামাটি বেবি টেক্সী চালক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, জলিল নগর সিএনজি স্টেশন আমাদের সমিতির আওতাধীন। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত আমাদের সংগঠনের কার্যক্রম বন্ধ করার জন্য চট্টগ্রাম নগরীর একটি সংগঠনের নামে কতিপয় ব্যক্তি ১০ টাকা করে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করছে। আমরা তার প্রতিবাদ জানিয়েছি।
এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সফিকুল আলম চৌধুরী বলেন, ‘দুই সমিতির মধ্যে হাতাহাতির মতো ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’পক্ষকে নিভৃত করে। তবে কেউ আহত হয়নি। দুই সমিতি চালানোর সিদ্ধান্তের প্রেক্ষিতে আগামীকাল রবিবার সন্ধ্যায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় মিমাংসা করার কথা রয়েছে।
পূর্বকোণ/ জাহেদ/আরআর/পারভেজ