চট্টগ্রাম শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চকরিয়ায় বাসচাপায় পথচারী নিহত

চকরিয়া সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৫ | ৮:৫৪ অপরাহ্ণ

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় দেব কুমার ধর (৫৮) নামের এক পথচারী নিহত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।

 

নিহত দেব কুমার ধর চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডেরর ধর পাড়ার বাসিন্দা।

 

স্থানীয়দের বরাত দিয়ে চিরিংগা হাইওয়ে থানার সাব-ইন্সপেক্টর(এসআই) এম.এ নোমান বলেন, শনিবার বেলা ১২টার দিকে দেব কুমার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বুড়ির দোকানস্থ সাঈফা কমিউনিটি সেন্টারের সামনে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। এসময় চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস দেব কুমারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

 

চিরিংগা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মো.আরিফুল আমিন বলেন, যাত্রীবাহী বাসের চাপায় দেব কুমার নামের এক পথচারী নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ গিয়ে দেব কুমারের লাশ উদ্ধার করে। তিনি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া নেয়া হবে।

 

 

পূর্বকোণ/জাহেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট