চট্টগ্রামের ফটিকছড়ি ১ নম্বর বাগানবাজার ইউনিয়নে মুহাম্মদ দুলায়েত হোসেন (৬৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত মুহাম্মদ দুলায়েত হোসেন ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের (গার্ডের দোকান) মাস্টারপাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।
নিহতের নাতি মুহাম্মদ আনোয়ারের জানান, স্থানীয় বালু খেকো দেলোয়ার ও সজীবের নেতৃত্বে একদল দুষ্কৃতকারী রুপাইছড়ার পাড় সংলগ্ন তাদের খতিয়ানি জায়গা হতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলছে। সকালে বালু তুলতে বাধা দিলে দুষ্কৃতকারীরা তার দাদাকে মারধর করে। একপর্যায়ে ড্রেজার মেশিনের লোহার তৈরি হাতল দিয়ে উনার মাথায় উপর্যুপরি আঘাত করা হলে তিনি মাটিতে পড়ে যান।
রক্তাক্ত অবস্থা স্থানীয়রা বৃদ্ধকে উদ্ধার করে পার্শ্ববর্তী রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নগরীর চমেক হাসপাতালে রেফার করেন। হাসপাতালে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
জানতে চাইলে ভূজপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুনির হোসেন জানান, মারামারির খবর জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করি। উক্ত ছড়া থেকে ড্রেজার মেশিন দিয়ে কিছু লোক বালু তুলছিল। এতে নিহত বৃদ্ধের জমি ভেঙে যাওয়ায় তিনি বাধা দেয়। একপর্যায়ে প্রতিপক্ষ ওই বৃদ্ধকে মারধর করে রক্তাক্ত করে। সন্ধ্যায় জানতে পারি ওই বৃদ্ধ মারা গেছেন।
পূর্বকোণ/মুন্না/জেইউ/এএইচ