চট্টগ্রাম শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মিরসরাইয়ে বাইক দুর্ঘটনায় তরুণ নিহত, আহত ১

নিজস্ব সংবাদদাতা, মিরসরাই

৯ জানুয়ারি, ২০২৫ | ৪:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. নইমুল হোসাইন (২৪) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুর ৩টায় ঢাকা-চট্টগ্রামের আরশি নগর ফিউচার পার্কের সামনে এই দুর্ঘটনা ঘটে।

 

নিহত নইমুল হোসাইন উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট এলাকার তজল ইসলামের ছেলে৷ সে নিজামপুর কলেজের অনার্স ২য় বর্ষের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ৩টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আরশিনগর ফিউচার পার্ক এলাকায় বাইক নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের নিচে ঢুকে যায়। মুহূর্তে দুমড়ে-মুচড়ে গিয়ে বাইক থেকে রাস্তায় ছিটকে পড়ে আরোহীরা।

 

দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আর্যরাজ দত্ত বলেন, বাইক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে নঈমুলকে হাসপাতালে আনার আগেই মারা যায়৷ মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। প্রচুর রক্তক্ষরণ হয়েছে৷

 

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট