চট্টগ্রামের রাউজানে দিন-দুপুরে একটি গরু চুরি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কলমপতি গ্রামে এ ঘটনা ঘটে।
চুরি হয়ে যাওয়া গরুর মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা বলে জানান ক্ষতিগ্রস্ত পরিবার। গরু চুরির করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরায় কিছুটা দৃশ্য দেখা যায়।
কলমপতি মহাজন পাড়ার বাসিন্দা স্বপন মহাজন বলেন, আমি প্রতিদিনের মতো সকালে গরুকে গোয়াল ঘর থেকে পার্শ্ববর্তী কলমপতি স্কুলের উত্তর পাশে বিলে ঘাস খাওয়ার জন্য নিয়ে যাই। বিকেলে গরু ঘরে ফেরাতে গিয়ে দেখি বিলে আমার গরুটি নেই। আশপাশে ও বনের বিভিন্ন জায়গায় খোঁজ করেও না পেয়ে ঘটনাটি থানা পুলিশকে জানাই।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ