চট্টগ্রামের কর্ণফুলীতে নির্মাণাধীন একটি সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম ডাকপাড়া গ্রামের পাঠান বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত শিশু আকিব ডাকপাড়া এলাকার পাঠান বাড়ির সিএনজিচালিত অটোরিকশা চালক শাহরিয়ার রুবেলের ছেলে।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিশুটি সবার অগোচরে ঘরের পাশের একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে না পেয়ে খোজাখুঁজির একপর্যায়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
পূর্বকোণ/মাহমুদ