চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বোয়ালখালীতে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ২

বোয়ালখালী সংবাদদাতা

৮ জানুয়ারি, ২০২৫ | ১১:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মুন্নাকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

এছাড়া পৃথক অভিযানে উপজেলার সারোয়াতলী ইউনিয়ন যুবলীগের অর্থ সম্পাদক মোহাম্মদ মিজানকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার।

 

তিনি বলেন, গত ৯ অক্টোবর থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকালে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয় বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট