চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

দুর্বারের প্রতিষ্ঠাবার্ষিকীতে শীতবস্ত্র পেল সহস্রাধিক মানুষ

মিরসরাই সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৫ | ১০:২৯ অপরাহ্ণ

মফস্বলে সামাজিক দায়বদ্ধতা থেকে মিরসরাই জনপদের সাধুর বাজার এলাকায় হেতালিয়া খালপাড়ে প্রতিষ্ঠিত হয় দুর্বার প্রগতি সংগঠন।

 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে৷

 

বিতরণকালে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, মিরসরাই উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, দুর্বার প্রগতি সংগঠনের পৃষ্ঠপোষক সাইফুল ইসলাম, আজীবন সদস্য নুরউদ্দিন সেলিম, অহিদুল ইসলাম রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য তরিকুর রহমান বাবু, দুর্বার প্রগতি সংগঠনের সভাপতি রিপন কুমার দাশ, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদসহ অন্যান্য সদস্যবৃন্দ।

 

উল্লেখ্য, দুর্বার প্রগতি সংগঠন প্রতিষ্ঠার পর থেকেই উপজেলাব্যাপী মাদক নির্মুল, শিক্ষা বিনির্মাণ, বিতর্ক প্রতিযোগিতা, কৃষকদের ভাগ্যোন্নয়ন, বৃক্ষরোপণ, রক্তদান, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, বন্যার্তদের সহযোগিতা, বন্যা পরবর্তী চারা রোপণসহ অসংখ্য স্বেচ্ছাসেবী সামাজিক কাজ করে আসছে।

 

পূর্বকোণ/সময়/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট