চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সাজেকে চাঁদের গাড়ি উল্টে কলেজ শিক্ষার্থীসহ আহত ৫

খাগড়াছড়ি সংবাদদাতা

৭ জানুয়ারি, ২০২৫ | ৬:৪৬ অপরাহ্ণ

রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে কলেজ শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার সময় সিজক ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থী।

 

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, নোয়াখালী সরকারি মহিলা কলেজের ২১ জন ছাত্রী ও দুইজন শিক্ষক দুইটি চাঁদের গাড়ি নিয়ে সাজেক যাচ্ছিলেন। পথে সাজেক ছড়া থেকে সাজেক যাওয়ার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৯০ ফুট নিচের খাদে পড়ে যায়।

 

পরে খবর পেয়ে আহতদের উদ্ধার করে একজন শিক্ষকের অধীনে খাগড়াছড়ির দীঘিনালা হাসপাতালে পাঠায় আইনশৃঙ্খলা বাহিনী।

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট