বান্দরবানের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শামীম আরা রিনিকে। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব)। বর্তমান বান্দরবানের জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিনকে বিআইডব্লিউটিসির পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। বর্তমান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন ২০২৩ সালের জুলাইয়ে বান্দরবানের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ