চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

অস্ত্র ও চোরাই মালামালসহ নারী গ্রেপ্তার লামায়

নিজস্ব সংবাদদাতা, লামা

৬ জানুয়ারি, ২০২৫ | ৫:২৩ অপরাহ্ণ

বান্দরবানের লামায় অস্ত্র ও চোরাই মালামালসহ বেবি আকতার (৩৫) নামে এক নারীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত জানান লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন। এ সময় লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

গ্রেফতারকৃত আসামি বেবি আকতার (৩৫) লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কুমারমারঝিরির নুরুল আমিনের স্ত্রী এবং আবুল হাশেম ও জহুরা বেগমের মেয়ে।

লিখিত বক্তব্যে ওসি বলেন, নির্দেশ পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করি। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামি নুরুল আমিন (৩৫) এর বাড়িতে অভিযান পরিচালনাকালে তিনি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তখন আসামির ঘরে তার স্ত্রী বেবি আকতারকে পেয়ে তাদের বসতঘর তল্লাশী করে চোরাই যাওয়া একটি এক্সপার্ট সাপমারসিবল পাম্প, কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল জব্দ করি এবং তাকে গ্রেপ্তার করি। তল্লাশীর একপর্যায়ে গ্রেপ্তার আসামির দেখানোমতে তাদের বসতঘর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করি৷ এই বিষয়ে বেবি আকতার ও পলাতক আসামি নুরুল আমিনসহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লামা থানার মামলা করা হয়।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট