চট্টগ্রাম বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লুঙ্গি খুলে সেবাপ্রাপ্তিকে ইউপি সদস্যের গালিগালাজ, ডিসিকে অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি

৬ জানুয়ারি, ২০২৫ | ৪:২৬ অপরাহ্ণ

কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চলাকালে এক ইউপি সদস্যের অশ্লীল আচরণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জানিয়েছেন, গত ২ জানুয়ারি ইউনিয়ন পরিষদে নিজের জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে গেলে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বাঁশি তাকে গালিগালাজ করেন এবং সামনে লুঙ্গি খুলে ফেলেন।

এই ঘটনায় আজ রবিবার (৫ জানুয়ারি) ক্ষুব্ধ হয়ে তানভীরুল মিরাজ রিপন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্ত ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী সংবাদকর্মী তানভীরুল মিরাজ রিপন জানান, তিনি ও তার ভাইরা পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য ইউনিয়ন পরিষদে গিয়েছিলেন। কিন্তু ইউপি সদস্য নুরুল ইসলাম বাঁশি তাদের উপর অশ্লীল ভাষা প্রয়োগ করেন এবং হুমকি দেন। এমনকি ইউনিয়ন পরিষদের মধ্যেই তিনি লুঙ্গি খুলে ফেলেন। এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাহার ইসলাম দাদুল উপস্থিত থাকলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। বরং তিনিও ভুক্তভোগীদের শাসন করেন ও মেম্বারের করা অন্যায় বিচার মেনে নিতে বলেন।

এই ঘটনায় জড়িত ইউপি সদস্য নুরুল ইসলাম বাঁশি অভিযোগ অস্বীকার করে বলেন, ভুক্তভোগী আমাদের করে দেওয়া বিচার তারা মেনে নেয়নি।
তিনি আরও দাবি করেছেন, ভুক্তভোগীরা যেসব কথা বলেছেন তা সত্য নয়। তবে তিনি লুঙ্গি খুলে অসদাচরণ এর বিষয়ে জিজ্ঞাসা করলে ফোন কেটে দেন।

এই ঘটনা স্থানীয়ভাবে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ভাইরাল হয়েছে। অনেকেই এই ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্বকোণ/এরফান/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট