চট্টগ্রাম মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫

লোহাগাড়ায় কলাউজান ব্লাড গ্রুপের গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞপ্তি

৫ জানুয়ারি, ২০২৫ | ৮:২৬ অপরাহ্ণ

লোহাগাড়া উপজেলার সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘কলাউজান ব্লাড গ্রুপে’র উদ্যোগে গত শুক্রবার গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ অুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

 

উত্তর কলাউজান খালাদাদ খাঁন দাখিল মাদ্রাসা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলাউজান ব্লাড গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এডভোকেট সাইফুল ইসলাম সাঈদ। সংবর্ধিত হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ ইসমাইল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান ও চট্টগ্রাম মেডিকেল কলেজের লিভার বিভাগের রেজিস্টার ডা. মোহাম্মদ মুমিনুল ইসলাম।

 

মো. সেলিম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন এডমিন শ ম মোয়াজ্জেম মাহী, মডারেটর মো. শাহরিয়ার, আব্দুল্লাহ মো. জুবায়ের, রশিদ বিন হোসাইন, কার্যকরী সদস্য সাকিব উদ্দিন রানা, মনজুরুল ইসলাম, আবছার উদ্দিন, শাফায়েত হোসেন খান, রাকিবুল আমিন, ব্যাংকার আবছার উদ্দিন, সাবেক ছাত্রনেতা মো. রিদুয়ান, ব্যবসায়ী মো. মনজুর ইসলাম, সহ-কার্যকরী সদস্য ইলিয়াস হোসাইন, জাহেদ হোসাইন, উমাইদ খতিবী।

 

এ সময় উপস্থিত ছিলেন মাস্টার আব্দুস সাত্তার মেম্বার, আব্দুর রহিম মেম্বার, হাফেজ জসিম উদ্দিন, মো. হাবিবুর রহমান, মো. শাহাদাত হোসেন, বেলাল উদ্দিন, মো. কুতুবউদ্দিন, মো. মনির আহমেদ সওদাগর প্রমুখ।

 

সভায় সংবর্ধিত অতিথিরা বলেন, সমাজের সকলে মানবিক কাজে এগিয়ে আসলে কখনও কোন রোগী রক্ত কিংবা চিকিৎসার অভাবে অবহেলিত থাকবে না। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে পারে তার জন্য সকল স্তরের সচেতন জনসাধারণকে এগিয়ে আসতে হবে শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখতে হবে।

 

পূর্বকোণ/জেইউ//পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট