কক্সবাজারের পেকুয়ায় উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ পলথিন জব্দ করা হয়েছে।
আজ রবিবার (৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের চৌমুহনী এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম ও পরিবেশ অধিদপ্তরের কক্সবাজার জেলা পরিদর্শক মো. মুছাইবিল বীন রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ পলথিন মজুদ ও বিক্রয় করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনের ১৯৯৫ এর ১৫ (১) ৪ এর (খ) ধারায় পেকুয়া চৌমুহনী এলাকায় ভাই ভাই স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
এছাড়া উপজেলার টইটং ইউনিয়নের আহাম্মদ নবির মালীকানাধীন ইটভাটায় বনাঞ্চলের কাঠ পোড়ানোর দায়ে ইট প্রস্তত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ১৫ এর ৫ ও ৬ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম বলেন, অবৈধ ইটভাটা ও নিষিদ্ধ পলথিন বন্ধে উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ পলথিন জব্দ ও জরিমানা করা হয়। পরিবেশ রক্ষায় পলিথিন বন্ধে ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান সবসময় অব্যাহত থাকবে।
পূর্বকোণ/এমরান/জেইউ/পারভেজ