খাগড়াছড়িতে বন্যপ্রাণী তক্ষক পাচারকালে তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বন বিভাগ। শনিবার (৪ জানুয়ারি) বিকেল ৪টায় মামলা শেষে তাদের আদালতে হাজির করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন।
এর আগে, শুক্রবার বিকেলে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জিরোমাইল এলাকা থেকে পুলিশের সহায়তায় তক্ষকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। পাচারে জড়িত থাকার অপরাধে মো. সালাউদ্দিন, মো. তৌহিদ ও এস এম রফিকুল ইসলামকে আদালতে তোলা হয়েছে।
আটকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি সদর রেঞ্জার মোশারফ হোসেন।
পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ