চট্টগ্রামের হাটহাজারীতে পড়ালেখার জন্য বকা দেওয়ায় অভিমানে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। পরে খবর পেয়ে রাসেল মিয়া নামের ওই শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জানুয়ারি ) রাতে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা গ্রামের আনোয়ার মাস্টার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রাসেল একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার উপ-পরিদর্শক শাকিল।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় সে তার রুমের বিমের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার মা ঘুম থেকে উঠে ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক শাকিল। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/এএইচ