চট্টগ্রাম রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মহেশখালীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

মহেশখালী সংবাদদাতা

২ জানুয়ারি, ২০২৫ | ১০:৪৬ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ বছরের সাজাপ্রাপ্ত দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১ জানুয়ারি)  ভোর রাতে তাকে হোয়ানক ও বড়  মহেশথেকে গ্রেপ্তার করা হয়।মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইছার হামিদ আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, হোয়ানক হরিয়ারছড়া এলাকার নুরুল হকের  ছেলে আমান উল্লাহ(৪০), বড় মহেশখালী -মুন্সির ডেইল এলাকার মৃত আঃ শুক্কুরের ছেলে আবুল হাশেম (৪৫)।

জানা যায়, মহেশখালী থানার অফিসার ইনচার্জ কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরী-পিপিএম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। (বৃহস্পতিবার রাত ৮টার সময় মহেশখালী থানা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মহেশখালী থানা পুলিশ।  

পূর্বকোণ/সজীব/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট