চট্টগ্রামের সাতকানিয়ায় কেরানীহাটে ফুটবল আনতে রাস্তা পারাপারের সময় বাসের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সাড়ে ৪টায় উপজেলার কেরানীহাট-বান্দরবান সড়কের একটি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
নিহতের নাম ইসনান আলম (১৩)। সে কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার বাহাদুর আলমের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিদিন কেরানীহাট একটি বেসরকারি হাসপাতালের অপর প্রান্তে কিছু শিশু-তরুণ ফুটবল খেলছিল। খেলার এক ফাঁকে বলটি সড়কের অপর প্রান্তে চলে গেলে সেটি ইসনান কুড়িয়ে আনতে রাস্তা পার হওয়ার সময় অটোরিক্সার সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় সে। এ সময় কেরানিহাটগামী পূর্বানী বাসের চাকায় পিষ্ট হয়ে তার ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের বোন জামাই মোহাম্মদ সাইমন বলেন, ইসনানের একমাত্র ছোট ভাইটি এখনও কোলের শিশু। তিন বোনের মধ্যে কেবল বড় বোনের বিয়ে হয়েছে। পিতা গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী। সে কক্সবাজারের একটি মাদ্রাসায় পড়তো। মাস খানেক আগে সে আমার কাছে বেড়াতে আসে। আমার দোকানে সময় দিয়ে গ্লাস ফিটিংসের কাজ শিখছিল। নতুন বছরে এদিকের কোনো একটি মাদ্রাসায় তার ভর্তি হওয়ার কথা ছিল।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফা কামাল খান বলেন, বাসচাপায় মাদ্রাসাছাত্রের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
পূর্বকোণ/মুন্না/আরআর/এএইচ