চট্টগ্রাম রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবানে ১২টি সম্প্রদায়ের অংশগ্রহণে সম্প্রীতির মিছিল

বান্দরবান সংবাদদাতা

২ জানুয়ারি, ২০২৫ | ৪:২৭ অপরাহ্ণ

বান্দরবানে শান্তির লক্ষ্যে সম্প্রীতির মিছিল অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ তিন বছর ধরে চলতে থাকা সংঘাতময় পরিস্থিতির নিরসন ও এলাকায় ১১টি ক্ষুদ্র নিগোষ্ঠীসহ ১২টি সম্প্রদায়ের মধ্যে শান্তি ও ঐক্য ফিরিয়ে আনার লক্ষ্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এই আয়োজন করেছে।

 

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুর ২ টায় জেলা শহরের রাজার মাঠ থেকে বর্ণাঢ্য সম্প্রীতির মিছিল শুরু হয়। এতে মারমা, চাকমা, বম, ত্রিপুরা, ম্রো, খুমি সহ ১১ টি ক্ষুদ্র নিগোষ্ঠীর নারী পুরুষ তাদের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা সাজে সেজে অংশ নেয়। অন্যদিকে বাঙালিদের বিভিন্ন সংগঠন ও ধর্মীয় নেতারা এতে অংশ নেয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

সাম্প্রদায়িক সম্প্রীতির মিলনমেলায় পরিণত হয় বান্দরবান জেলা শহর। পরে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চ চত্বরে একটি পথ নাটক মঞ্চস্থ করা হয়। এতে পাহাড়ের বর্তমান পরিস্থিতি তুলে ধরে এলাকায় শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে জনসচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

 

উল্লেখ্য, পাহাড়ে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সংগঠন কেএনএফের তৎপরতার কারণে গত তিন বছরের বেশি সময় ধরে বান্দরবানে অস্থিরতা বিরাজ করছে। এতে করে পর্যটন শিল্প ও অর্থনৈতিক ব্যবস্থায় ধ্বস নেমেছে। এই সংঘাতময় পরিস্থিতির কারণে ৭ সেনা সদস্য সহ অন্তত ২৫ জন নিহত হয়েছে। আটক করা হয়েছে ২৭ কেএনএফ সদস্যকে। সন্ত্রাসী তৎপরতার কারণে বান্দরবানের রুম, রোয়াংছড়ি, থানচি এই তিন উপজেলায় পর্যটকদের ভ্রমনে প্রশাসনের নিষেধাজ্ঞা চলছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট