চট্টগ্রাম শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ঈদগাঁওতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

২ জানুয়ারি, ২০২৫ | ১:০৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আরমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

 

আরমান চকরিয়া উপজেলার খুটাখালী গর্জনতলীর লিয়াকত আলী মিস্ত্রির ছেলে। এ ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি।

 

বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর নাপিতখালী সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহতের বড়ভাই আবদুল্লাহ আল মুরাদ জানান, টিআর ট্রাভেলসের একটি বাসের সাথে নিহত আরমানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আরমান মারা গেছেন। তার সাথে থাকা এক বন্ধু গুরুতর আহত হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট