পটিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক পূর্বকোণের সাবেক পটিয়া প্রতিনিধি হারুনুর রশিদ ছিদ্দিকীর ৩য় মৃত্যুবার্ষিকী আজ (২ জানুয়ারি) বৃহস্পতিবার।
২০২২ সালের এই দিনে তিনি জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর গ্রামের নিজ বাড়িতে হঠাৎ অসুস্থতাবোধ করলে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।
সাংবাদিক হারুনুর রশীদ ছিদ্দিকী ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন এবং ২০২২ সালের ২ জানুয়ারি ৬৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি উজিরপুর গ্রামের মরহুম ডা. কবির আহম্মদ ছিদ্দিকীর ছেলে। দৈনিক স্বাধীন পত্রিকার মাধ্যমে প্রথম সাংবাদিকতা শুরু করেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক পূর্বকোণ ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় পটিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
দীর্ঘ ৪২ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া ও পেশাজীবী সংগঠনের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন সাংবাদিক হারুনুর রশীদ ছিদ্দিকী। ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার পটিয়া প্রেসক্লাবের উদ্যোগে উজিরপুরস্থ স্থানীয় মসজিদে খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
পূর্বকোণ/ইব