চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দেশীয় মদসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিওরি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আজ বুধবার তাদের থানায় হস্তান্তর করা হয়।
আটকরা হল- স্থানীয় রুমান দত্ত (৩০) ও প্রদীপ (৩৯)।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, মদ বিক্রির খবর পেয়ে সেনাবাহিনীর ২১ এডির টহল টিম ঘটনাস্থলে গিয়ে তাদেরকে সাড়ে ৫ লিটার দেশীয় মদসহ আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, সেনাবাহিনী দুই মদ ব্যবসায়ীকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ