গত ৯০ দিনে হত্যা, ডাকাতি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ৪৭৮ আসামি গ্রেপ্তার করেছে কক্সবাজারের চকরিয়া থানা পুলিশ। বুধবার দুপুরে চকরিয়া থানা পুলিশ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।
গ্রেপ্তার আসামিদের মধ্যে চাঞ্চল্যকর সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম সরোয়ারসহ বিভিন্ন হত্যা মামলার আসামিও রয়েছে।
এর মধ্যে পেশাদার ডাকাত ২২, নিয়মিত মামলায় ১৭১, বিভিন্ন মামলার পলাতক ১৯১, সাজাপ্রাপ্ত ২৮ জন, মাদক ব্যবসায়ী ১৪ জন, মলম পার্টির সদস্য ৩ জন ও অন্যান্য মামলায় ৪৯ জন আসামি রয়েছে।
এছাড়া ৫টি এলজি বন্দুক, ১৭ রাউন্ড গুলি, ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, ৫২টি টমটমের ব্যাটারি উদ্ধার করা হয়। অপরদিকে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৪ হাজার ৩৯৫ ইয়াবা, ৪৩ কেজি গাঁজা, ২৭ লিটার চোলাই মদ জব্দ করে পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া বলেন, গত তিন মাসে বিশেষ অভিযানে ৪৭৮ জন আসামি গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম হত্যায় জড়িত ১২ ডাকাত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ