খাগড়াছড়িতে বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ২৪ ঘণ্টা পরও মেরামত কাজ শেষ না হাওয়ায় ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। এছাড়া রাঙামাটির লংগদু উপজেলার সাথে খাগড়াছড়িসহ সারাদেশের যাত্রী ও পন্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে খাগড়াছড়ির দীঘিনালা-লংগদু সড়কের চৌমুহনী এলাকায় বেইলি সেতুর পাটাতন দেবে যাওয়ার ঘটনা ঘটে। অতিরিক্ত কাঠবোঝাই ট্রাকের কারণে এ ঘটনা ঘটে বলে জানা যায়। বিকল্পপথে মোটরসাইকেল, সিএনজি ট্যাক্সি, মাহেন্দ্রাসহ ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ রয়েছে ভারী যানবাহন চলাচল।
এদিকে, বেইলি সেতুর মেরামত কাজ শেষ হতে আরও একদিন সময় লাগবে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান। তিনি বলেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরের পর থেকে যান চলাচল স্বাভাবিক হবে।
পূর্বকোণ/মাহমুদ