চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের মিনজিরিতলা আইম্যার বাপের পাড়ায় আগুনে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় আগুন নেভাতে গিয়ে একব্যক্তি আহত হয়েছেন। তবে তার নামপরিচয় জানা যায়নি।
মঙ্গলবার ৩১ (ডিসেম্বর) দিবাগত রাত ৪টায় সরল ইউনিয়নের আইম্যার পাড়ায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি- বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে। এতে নাসির উদ্দিন ও আব্দুল করিমের বসতঘর সম্পূর্ণ পড়ে যায়।
ক্ষতিগ্রস্ত নাসির উদ্দিন জানান, দুই ভাইয়ের পরিবারে নগদ টাকা স্বর্ণালংকার, কাপড়-চোপড়, দুটি ছাগল, হাস-মুরগিসহ আনুমানিক ৬ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
সরল ইউনিয়ন পরিষদের সচিব হারুনুর রশিদ বলেন, ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।
বাঁশখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বে আগুন নিয়ন্ত্রণে আনে স্থানীয়রা।
পূর্বকোণ/অনুপম/এএইচ